Site icon Doinik Bangla News

“আমরাই বাংলাদেশ” কুমিল্লায়  তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু।।৷    ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে জাইতুন হোটেল সংলগ্ন

২০’২১ও ২২ তিনদিন ব্যাপী আমরাই বাংলাদেশ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান (২০ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক (ডিজাইন) শিল্পী আব্দুল মান্নান, সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশন অংকনশালার শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ শিল্পি মোহাম্মদ শাহীন ।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, বাচ্চাদের নিয়ে ছবি আকা উদ্যোগটি একটি ভাল উদ্যোগ। এখনকার যুগে বাচ্চাদেরকে মোবাইল আসক্তি থেকে ফিরিয় আনার জন্য তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্যোগটি একটি ভাল উদ্যোগ। আমরা প্রযুক্তির যুগে বাশ্চাদেরকে আমরা মোবাইল নির্ভর করে ফেলেছে এর থেকে বেরিয়ে আসার জন্য একটি চমৎকার আইডিয়া।
বিভিন্ন স্কুলের মোট ১৭০ জন ক্ষুদে প্রতিযোগীর ১৭০ ছবি প্রদর্শন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগীদের নাম ঘোষণা করা হবে এবং ওই দিন পুরস্কার বিতরণ করা হবে।

Exit mobile version