Site icon Doinik Bangla News

আমরাই বাংলাদেশ তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু।। ।। ।।   ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে জাইতুন হোটেল সংলগ্ন তিনদিন ব্যাপী আমরাই বাংলাদেশ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর যুগ্ন পরিচালক কাজী সোনিয়া রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক এবং কলামিস্ট মাসুক আলতাফ চৌধুরী, জায়তুন এর পরিচালক এ কে এম লুৎফুর রহমান রিপন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কালচারার অফিসার বীর মুক্তিযোদ্ধা বশির উল আনোয়ার , সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশন অংকনশালার শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ শিল্পি মোহাম্মদ শাহীন ।

শিল্পি মোহাম্মদ শাহীন বলেন বিভিন্ন স্কুলের মোট ১৭০ জন ক্ষুদে প্রতিযোগীর ২০০ টি ছবি প্রদর্শন করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয় ।।

 

Exit mobile version