Site icon Doinik Bangla News

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ

কুমিল্লা মেডিকেল কলেজ বনাম ময়নামতি মেডিকেল কলেজের মধ্যে রোববার রাতে প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিজয়ী হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা ড্যাবের (ডক্টরস এসোসিয়েশন বাংলাদেশ )সভাপতি ডা.এম.এম.হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.মো.সারোয়ার রেজা আকবর। আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী,কুমিল্লা মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা.আরিফ হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন ডা.মাহবুব শিকদার ,ডা.আসিফ ইমরান,ডা.সাগর মাসুদ,ডা.রবিউল হোসেন পাটোয়ারী(রবি) ,ডা.আশরাফ উদ্দিন নিলয়,ডা.মো.কামাল হোসেন পলাশ সহ ময়নামতি মেডিকেল এবং কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। উক্ত খেলায় কুমিল্লা মেডিকেল কলেজ ৩-১ গোলে জয়লাভ করে।খেলা শেষে বিজয়ী দল এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।
খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং সার্বিক তত্ত্বাবধানে মাঠে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন ম্যাচ পরিচালনাকারী ১১ সদস্যের কমিটি এবং তাদের সহযোগী সদস্যরা।

Exit mobile version