Site icon Doinik Bangla News

জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশের সামনে সুযোগ ছিল ইতিহাস গড়ার। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে নেমেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় ম্যাচেও লড়াই করেছিল বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচ।
আজ রোববার মাউন্ট মঙ্গানুইতে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১১০ রান করে বাংলাদেশ। এই রান তাড়া করতে নামলে ৪৯ রানে কিউইদের ৫ উইকেট তুলে জয়ের দারুণ সম্ভাবনা জাগান মেহেদী-শরিফুলরা।
তবে শেষ মুহুর্তে হেরে বছর শেষ করল বাংলাদেশ। ম্যাচের শেষ মুহূর্তে বৃষ্টির কবলে পড়ে ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে জিতে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করল নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই কিউই বোলারদের তোপে পড়ে টাইগার ব্যটাররা। প্রথম ওভারেই টিম সাউদির বলে লেগ বিফোর হন সৌম্য সরকার (৪)।
নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে ১৫ বলে ৪টি চারে ১৭ রান। যা ইনিংসের সর্বোচ্চ রান। এছাড়া ১৬ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাটে। ১৪ রান করেন আফিফ হোসেন। শেষ দিকে রিশাদ হোসেন করেন ১০ রান। ব্যটারদের ব্যর্থতায় ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১১০ রান করে বাংলাদেশ।

Exit mobile version