Site icon Doinik Bangla News

টেষ্ট ও ওয়ানডের পর এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ

বাংলা নিউজ ডেস্কঃ অবশেষে নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাটে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। কিউইদের প্রথমে টেস্ট, এরপর ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টিতে হারিয়েছে টাইগাররা। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ৯টি টি-টোয়েন্টি ম্যাচে খেলে জয় শূন্য ছিল বাংলাদেশ।
আজ বুধবার নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। ম্যাকলন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে ৯ উইকেটে ১৩৪ রান করে কিউইরা।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলনের বলে টিম সাউদির হাতে ক্যাচ দেন রনি তালুকদার (১০)। নাজমুল হোসেন শান্ত ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফিরেন জেমস নিশামের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে।
সৌম্য ছিলেন দ্রুত রান তোলার চেষ্টায়। তবে ২২ (১৫) রানের বেশি করতে পারেননি, বোল্ড হন বেন সিয়ার্সের বলে। তাওহীদ হৃদয় একটা ভালো ইনিংসের আভাস দিলেও ১৮ বলে ১৯ রান করে ফিরেন স্যান্টনারের বলে। আফিফ হোসেন করেন মাত্র ১ রান।
তবে লিটন দাস ছিলেন অনবদ্য। সাত নম্বরে ব্যাট করতে নামা শেখ মেহেদীকে নিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ম্যাচ শেষ করে আসেন লিটন।

Exit mobile version