তৌহিদ খন্দকার তপু।
“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে নিয়ে আগামী ২৯ জানুয়ারী বুধবার কুমিল্লা দূর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের আয়োজনে এবং কুমিল্লা জেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি এর সহযোগিতায় কুমিল্লা শিল্পকলা একাডেমীতে এক গনশুনানির আয়োজন করা হয়েছে। সরকারি বেসরকারী যেকোন দপ্তর যেমন পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব রেজিস্ট্রি অফিস, নির্বাচন কমিশন, গ্যাস অফিস, বিদ্যুৎ, স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতাল, সমাজসেবা, জনশক্তি রপ্তানি, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সমবায়, সিটি করপোরেশন, যুব উন্নয়ন, হিসাবরক্ষণ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয, পরিবেশ অধিদপ্তর, কৃষি, মৎস, প্রকৌশল সংক্রান্ত অফিস সহ যেকোন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহের নানা অনিয়মের বিষয়ে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবে ভুক্তভোগীগন এবং তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করবে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের কমিশনার গন ও সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগন।
গণশুনানিকে সফল করতে ইতিমধ্যে প্রচারনা চালাচ্ছে কুমিল্লা সমন্বিত দুদক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী গন। এজন্য তারা শহরের টাউন হল, জেলা প্রশাসকের কার্যালয ও দুদক কাযালয়ে অস্থায়ী বুথ করেছে, যেখানে ভুক্তভোগীদের অভিযোগ জমা রাখা হবে। সংশ্লিষ্ট দপ্তরে হয়রানী ও অনিয়মের বিষয়ে আগামী ২৭ জানুয়ারী পর্যন্ত অভিযোগ দাখিল করতে পারবে। এছাড়া মোবাইলের মাধ্যমে ও অভিযোগ দেওয়া যাবে। অভিযোগের আলোকেই সেবাগ্রহীতা ও সেবাদাতা প্রতিষ্ঠানের প্রধানগনের উপস্থিতিতে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে কুমিল্লা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো: তারিকুর রহমান গণশুনানিকে সফল করতে কুমিল্লাবাসী সকলের সহযোগিতা কামনা করেন। গনশুনানিতে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন,দুদকের কমিশনার(তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী, দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল(অব:) হাফিজ আহসান ফরিদ সহ কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্দ্বোতন কর্মাকর্তাগন।