Site icon Doinik Bangla News

হযরতপাড়ায় সন্ত্রাসী হামলার হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

 তৌহিদ খন্দকার তপু।।   কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের হযরতপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১২ মার্চ) কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ জামাল হোসেন খন্দকার দাবি করেছেন, সন্ত্রাসী ইউসুফ, ইয়াসিন, জুমন, জিসান ও আসিফসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ভাতিজা বিল্লালকে হত্যা করার উদ্দেশ্যে তার ওপর নৃশংস হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে জামাল হোসেন জানান, গত শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উক্ত সন্ত্রাসীরা আদালতে বিচারাধীন সম্পত্তিতে বেআইনিভাবে বাড়িঘর নির্মাণের চেষ্টা করে। এ সময় জামাল হোসেনের ভাতিজা বিপ্লব বাঁধা দিলে, তাকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। হামলাকারীরা শুধু হত্যার উদ্দেশ্যেই আক্রমণ চালায়নি, তারা বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাট করে এবং নারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে আহত করে।

সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, উক্ত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। ১৯২৮ সালে প্রথম মামলার রায় তার দাদা ফজর আলীর পক্ষে আসে। পরবর্তী সময়ে ১৯৯২ ও ২০০০ সালে আদালত পুনরায় তার পরিবারের পক্ষে রায় প্রদান করে। তবুও ইয়াসিন গং বারবার নতুন মামলা করে হয়রানি করছে। সর্বশেষ ২০২২ সালে আদালত তাদের পক্ষে রায় দিলেও, সন্ত্রাসীরা আইন অমান্য করে সেখানে জোরপূর্বক নির্মাণকাজ চালানোর চেষ্টা করে।

তিনি জানান, হামলার পর আহত বিপ্লবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিপ্লবের পরিবারের আরো সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Exit mobile version