প্রিয় মুন্সেফ কোয়ার্টার, বিষ্ণপুর ও ভাটপাড়ার প্রিয় মানুষজন,
আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ।
আমি কাজী মোঃ জামান, একজন সাধারণ মানুষ, আপনাদেরই একজন সন্তান, প্রতিবেশী, ভাই। আমি জন্মেছি ও বেড়ে উঠেছি এই ওয়ার্ডের ঐতিহ্যবাহী মুন্সেফ কোয়ার্টার কাজী বাড়িতে। আমার পিতা, মরহুম কাজী হাফেজ মোঃ নজির আহমেদ ছিলেন মুন্সেফ কোয়ার্টার জামে মসজিদের খতিব। তাঁর জীবন ছিল ইসলামের আদর্শে গড়া—সততা, ন্যায় ও মানুষের সেবায় নিবেদিত।
আমরা সাত ভাই ও দুই বোন। আমি সবার ছোট। ছোটবেলা থেকেই এই এলাকার গলি-মহল্লা, মসজিদ-মাদ্রাসা, হাট-বাজার—সবই আমার চেনা। এই মাটির সঙ্গে আমার সম্পর্ক রক্তের, ভালোবাসার, দায়িত্বের।
এই ভালোবাসার টানেই আজ আমি কুমিল্লা সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড (মুন্সেফ কোয়ার্টার, বিষ্ণপুর ও ভাটপাড়া) থেকে কাউন্সিলর পদে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে সুযোগ নয়, বরং ত্যাগ ও সেবার এক মহান দায়িত্ব। আমি সেই দায়িত্ব নিতে চাই—একজন সেবক হিসেবে। আমার লক্ষ্য হলো একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক ওয়ার্ড গড়ে তোলা, যেখানে নাগরিক সুবিধা হবে সবার অধিকার, উন্নয়ন হবে সবার জন্য।
আপনাদের একটি ভোট আমার জন্য শুধু জয় নয়, বরং আপনাদের সেবার সুযোগ।
আসুন, আমরা একসঙ্গে গড়ে তুলি আমাদের ১নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ডে।
সশ্রদ্ধ ভালোবাসায়,
কাজী মোঃ জামান
কাউন্সিলর পদপ্রার্থী
১নং ওয়ার্ড
কুমিল্লা সিটি কর্পোরেশন,কুমিল্লা।