নিজস্ব প্রতিবেদক।। অস্ত্র, চাঁদাবাজি ও বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলার আসামী নগরীর মুগলটুলী এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাসান চৌধুরী অপু কে সেনাবাহিনীর সহায়তায় আটক করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।
কোতয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, অপু একসময় সাবেক সংসদ সদস্য বাহারের ঘনিষ্ঠজন হিসেবে মুগলটুলী এলাকায় কেহ বাড়িঘর নির্মান করলে নির্দিষ্ট অংকের চাদার বিনিময়ে কাজ করতে হত।সরকার পতনের পর নিজেকে যুবদল নেতা দাবী করে এলাকায় আবারো চাঁদাবাজি শুরু করে। ইতিমধ্যে বৈসম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। এসব বিষয় নিয়ে গতকাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে।পরে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তাকে আটক করে। ৩আগষ্ট পুলিশ লাইনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা সহ নতুন করে তিনটি সহ আগের একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে। তার আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে আসে।তার আটকের খবরে মুগলটুলী পুরাতন চৌধুরী পাড়া এলাকা থেকে কয়েকশ নারী পুরুষ থানার সামনে এসে অপুর বিচার দাবি করে স্লোগান দিতে দেখা যায়। তারা তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম অপুকে আটকের বিষয় টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদেরর ভিত্তিতে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.