তৌহিদ খন্দকার তপু।। ২০/১/২৫ আজ থেকে সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করণ কার্যক্রম শুরু হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশন, ৮ টি পৌরসভা এবং ১৭ টি উপজেলার ১৯৩ টি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী মাসের ৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে। এসব তথ্য সংগ্রহ কাজে ২ হাজার ৪ জন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাজ করবে। সুপারভাইজার হিসেবে নিয়োজিত থাকবে ৪শ ৪ জন। তথ্য সংগ্রহের জন্য কুমিল্লা জেলাকে চারটি ধাপে ভাগ করা হয়েছে। ৩ তারিখে মধ্যে তথ্য সংগ্রহ করা হবে এবং পরবর্তীতে চারধাপে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন খান এ তথ্য জানিয়েছেন।
এদিকে ৫ ফেব্রুয়ারী থেকে নিবন্ধন কাজ শুরু এবং ১১ এপ্রিল নিবন্ধন কাজ শেষ হবে। এসময়ে ছবি তোলার কার্যক্রমটিও সম্পন্ন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.