ক্রাইম রিপোর্টঃ কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন এক বিশেষ অভিযানে ২ জন আসামী আটক করেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ ও কুমিল্লা জেলা পুলিশের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সুজানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী সানাউল্লাহ হোসেন (২৫)কে গ্রেফতার করা হয়। একই রাতে পরিচালিত অন্য একটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাপ্তানবাজার এলাকা হতে যুবলীগ নেতা মোঃ আলাউদ্দিন আহম্মেদ (৪৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। সানাউল্লাহ হোসেন (২৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সুজানগর গ্রামের মোঃ আমির হোসেন এর ছেলে এবং ২। মোঃ আলাউদ্দিন আহম্মেদ (৪৮) একই থানার কাপ্তানবাজার গ্রামের মোঃ সলিমুল্লাহ এর ছেলে। এছাড়াও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ০১ নং আসামী সানাউল্লাহ (২৫) সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার এর ভাতিজা ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল হক সিহানুরের সক্রিয় কর্মী এবং ০২ নং আসামী আলাউদ্দিন (৪৮) কাপ্তানবাজার ০৪ নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি। তারা উভয়েই লিফলেট বিতরণ ও নাশকতা কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংবাদ মাধ্যমকে জানায় কোম্পানি অধিনায়ক, র্যাব-১১, সিপিসি-২।
কুমিল্লায় র্যাব ও পুলিশের যৌথভাবে এক বিশেষ অভিযানে ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার।
