প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৫, ৩:১১ অপরাহ্ণ
কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্প কর্তৃক অত্যাধুনিক অস্ত্র উদ্ধার ও ১০ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।। গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২ টা থেকে ৮ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্প কর্তৃক অস্ত্র উদ্ধার ও কিশোর গ্যাং গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মোট ১০ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
১। মোঃ নাইমুল ইসলাম নাঈম (৩৬), এলাকা- ঝাউতলা।
২। আবির হামিদ মাহি (২১), এলাকা- কালিয়া জুড়ি।
৩। মোঃ সাজিদুল ইসলাম (২১), এলাকা- ছোটরা ঈদগা
৪। মোহাম্মদ আলী (২৪), এলাকা- ছোটরা
৫। মোঃ সাব্বির হোসেন (২১), এলাকা- ছোটরা।
৬। মোঃ জাবেদুর রহমান (২৯), এলাকা- ঝাউতলা ।
৭। অভিজিৎ রায় সরকার (৩০), এলাকা- ধর্ম সাগর।
৮। মোঃ আবুল খায়ের (৩৯), এলাকা- সাধুব পুর, বুড়িচং।
৯। মোঃ অপু-৪২, পিতাঃ মোঃ ইসমাইল হোসেন , এলাকা- ধর্ম সাগর।
১০। মোঃ রাকিব (২১), এলাকা- কালিয়া জুড়ি ।
যে সকল অস্ত্র উদ্ধার করা হয়েছেঃ
১। ৯ মিঃ মিঃ পিস্তল ১ টি, ২। পিস্তল বুলেট-১ রাউন্ড, ৩। রিভালবার ১ টি, ৪। শর্ট গান ৩ টি, ৫। ৫ ফুট রাম দা-১ টি, ৬। বিদেশি তলোয়ার-১টি, ৭। দেশিয় রামদা-১টি, ৮। দেশীয় চাকু-১টি, ৯। শর্ট গানের বুলেট ৯ রাউন্ড, ১০। রিভলবার বুলেট ৩ রাউন্ড।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.