ক্রাইম রিপোর্টঃ কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন এক বিশেষ অভিযানে ১৪০ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ অক্টোবর) রাত ০৪:৩০ ঘটিকায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুমিল্লার , তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ ,বুড়িচং থানার নেতৃত্বে বুড়িচং থানার একটি চৌকস টিম থানা এলাকায় জরুরী ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুড়িচং থানার ১নং রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম দক্ষিণপাড়া এলাকার হান্নান মিয়ার দিঘির পশ্চিম পাড় হতে ১৪০(একশত চল্লিশ) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ ফিরোজ মিয়া (৪২), পিতা-মৃত হুমায়ুন কবির, সাং-উত্তরগ্রাম দক্ষিণ পাড়া, ০১নং রাজাপুর ইউপি, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে বুড়িচং থানার মামলা হয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.