নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার সদর উপজেলার ৫নং ওয়ার্ড মোগলটুলি শাহ সুজা বাদশাহী জামে মসজিদের ওয়াকফ এস্টেট সুষ্ঠভাবে পরিচালনার জন্য একটি কমিটি অনুমোদন দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কাযালয়। গত ২৫ মার্চ বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক (চলতি দায়িত্ব) গোলাম সারোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। পরিচালনা কমিটিতে সভাপতি বা মোতয়াল্লী আশরাফ উদ্দিন রহমত ও মো: নুরে আলম সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জসিম আহমেদ, সহ-সভাপতি অধ্যক্ষ কাজী বেলাল আহম্মদ খান, সহ-সভাপতি জাহাঙ্গীর ভূইয়া, সহ-সভাপতি মো: সফিকুর রহমান দুলাল, সহ-সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান, কোষাধ্যক্ষ আজিজুল হক। উক্ত কমিটিতে সদস্যরা হলেন, মাওলানা খিজির আহমেদ (খতিব), জাহাঙ্গীর আলম সরকার, কে.এম আলমগীর, মোহাম্মদ আলী মাস্টার, আসাদ আহমেদ সিদ্দিকী, মো: জাহাঙ্গীর আলম মুন্সী, আরিফুর রহমান, দিদারুল আবেদীন ভুট্টু, সাকেদ আহমেদ, মুন্সি আক্তার হোসেন, রাকিব আহমেদ সিদ্দিকী, মাহবুবুর রহমান, ফারুক হোসেন, কাজী মাহবুব, শাহনাজ আহমেদ, আহমেদ হোসেন, কাজী জাফর, মোহাম্মদ শাকিল।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.