তৌহিদ খন্দকার তপু ।। কুমিল্লা পাচঁথুবী ইউনিয়নে ভিজিএফ এর বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। সোমবার কুমিল্লা সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়ন কার্যালয়ে ১০ কেজি করে প্রায় ২ হাজার ২শত জনের হাতে এই চাল তুলে দেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহাম্মেদ রাহুল। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, মেম্বার হারুনুর রশিদ, মহিলা মেম্বার রেখা, রোকসানা, ইয়াসমিনসহ অন্যান্যরা।
চেয়ারম্যান রাহুল সকাল থেকে নিজে উপস্থিত থেকে ভোক্তাদের হাতে এই চাল তুলে দেন।
তিনি বলেন, সরকারের সকল ধরনের সুযোগ সুবিধা আমি দায়িত্ব নিয়ে মানুষের কাছে পৌঁছে দেই। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.