তৌহিদ খন্দকার তপু।। প্রাইম হকি একাডেমি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুমিল্লা মহানগর এর ৫নং ওয়ার্ড এর কুমিল্লা হাই স্কুল মাঠে খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি সভাপতি ইমতিয়াজ সরকার নিপু। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান।
আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর আলম তিতাস, ওয়ার্ড বিএনপির সদস্য এনামুল হক চৌধুরীসহ অন্যান্যরা। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.