তৌহিদ খন্দকার তপু।। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর উদ্যোগে সীমান্ত এলাকার স্থানীয় জনসাধারণকে নিয়ে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একটি জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে কুমিল্লা ব্যাটালিয়নের বিবিরবাজার বিওপি এলাকার বিবিরবাজার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ (বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি)। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিজিবি অধিনায়ক সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনসাধারণকে বিজিবির পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমরা একসঙ্গে কাজ করলে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারব।”
পরিশেষে এলাকাবাসীর উন্নয়ন, অগ্রগতি এবং মঙ্গল কামনা করে সভার কার্যক্রম শেষ হয়।
এদিকে, বিজিবি কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগ সীমান্ত এলাকার জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এই কার্যক্রম ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.