প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
তৌহিদ খন্সদকার তপু।। দ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন৷ সোমবার (২০ জানুয়ারি) বিকালে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর ব্যানারে এই মানববন্ধন করা হয়।
এসময় মানববন্ধনে বক্তারা তিনদিনের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে বৈষম্যমূলক কোটাপ্রথা বাতিলের দাবি জানান। অন্যথায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুনরায় বিপ্লবের ডাক দিবে। এ সময় বক্তারা বলেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেই বিপ্লবকে ধারণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মেডিকেলের ভর্তি পরীক্ষায় যে ৭৬ নম্বর পেয়েছে তার চান্স হয়নি, কিন্তু কোটার কারণে ৪০ নম্বর পেয়েও অনেকের চান্স হয়েছে। যে কোটার জন্য আমরা জীবন দিয়েছি সে কোটা কেন আবারো ফিরে এসেছে।
এ সময় বক্তারা আরো বলেন, যারা ৪০ পেয়ে এমবিবিএস পাশ করবে তারা ঠিকভাবে চিকিৎসা করতে পারবে না। এতে করে, পার্শ্ববর্তী দাদাদের দেশ ভারতে রোগীরা যাবে চিকিৎসা নিতে। তাহলে কি ভারতের সুবিধার জন্যই চিকিৎসা খাতে এই কোটা প্রথা এখনো পূনর্বহাল রয়েছে। আমরা দাবি জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী তিন দিনের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃসংশোধিত করে কোটা প্রথা বাদ দিয়ে প্রকাশ না করে তাহলে আমরা আরেকটি বিপ্লবের ডাক দিব।
এই সময় যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা 'কোটা না মেধা, মেধা মেধা, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই' ইত্যাদি স্লোগানে কুমিল্লা কান্দিরপাড়ের পূবালী চত্বর মুখরিত করে তোলে।
এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, মুখপাত্র জাবেদ আহমেদ ভুঁইয়া, জাতীয় নাগরিক কমিটি কুমিল্লা সদরের অন্যতম সদস্য হাফসা জাহান, সৈয়দ আহসান টিটু, মোঃ জায়েদ, মোঃ মুজাহিদ ইসলাম, মাসুমুল বারী কাউসার, আরিফুল ইসলাম বাশারসহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.