Site icon Doinik Bangla News

লেঃ কর্ণেল পদে পদোন্নতি পেলেন প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

নিজস্ব প্রতিনিধি।। প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ। গত ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ফোর্স রেগুলেশনস ১৯৪০- এর চ্যাপটার ওওও ও এ্যাপেন্ডিক্স ঠওও এবং বাংলাদেশ আর্মি রেগুলেশনস (রুলস) এর রুল ২৩৭ অনুযায়ী পদোন্নতির তারিখ (২৪ ডিসেম্বর ২০২০) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- এ প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মেজর পদবীর কর্মকর্তাকে লেঃ কর্ণেল পদে পদোন্নতি প্রদান করা হয়।
আজ ২৮ অক্টোবর ব্রিগেডিয়ার জেনারেল মিজান, ডিজি, বিএনসিসি ও লেঃ কর্ণেল কাদের রেজিমেন্ট কমান্ডার, রমনা রেজিমেন্ট প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
উল্লেখ্য তিনি ২০০২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারী থেকে প্রি কমিশন কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি রমনা রেজিমেন্টে ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্বে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে গ্রেড-১ প্রফেসর। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ভাইস চ্যান্সেলর ছিলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর প্রথম প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন।

Exit mobile version