কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দোলখাঁড় ইউনিয়নের আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসার ৪ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার সহকারী অধ্যাপক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেরিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও পৌরসভা জামায়াতের রোকন এবিএম নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভার আমির হারুনুর রশিদ বলেন, নজরুল ইসলাম জামায়াতের সাবেক দায়িত্বশীল ছিলেন, বর্তমানে তার কোনো পদ-পদবি নেই। ছাত্রীদের সঙ্গে যৌন আচরণের বিষয়টি জামায়াতে ইসলামীর নজরে এলে তার রোকন পদ বাতিল করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাহজাহান বলেন, অভিযুক্ত শিক্ষককে নির্বাহী অফিসারের নির্দেশে নোটিশ পাঠানো হয়েছে এবং ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। রোববারেই শিক্ষক নজরুল ইসলাম নোটিশের জবাব দিয়েছেন। নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মওদুদ আব্দুল্লাহ (শুভ্র) | মোবাইলঃ +8801713175667, +8801713261822 | ইমেইলঃ mawdudabdullah@gmail.com | আলোছায়া (২য় ভবনের, ৪র্থ তলা), হোল্ডিং - ৭৩, পুরাতন চৌধুরীপাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিমের গলি), ওয়ার্ড নং - ০৪ (কু সি ক), থানাঃ কোতোয়ালী, জেলাঃ কুমিল্লা - ৩৫০০, বাংলাদেশ।
Copyright © 2025 Doinik Bangla News. All rights reserved.