

তৌহিদ খন্দকার তপু।। কুমিল্লা মহানগরীর ৫নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে বিশাল মিছিল নিয়ে মহানগর বিএনপির সম্মেলনে অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে ৫নং ওয়ার্ড এর মোগলটুলি থেকে মহানগর বিএনপি নেতা ইশতিয়াক সরকার বিপু ও ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইমতিয়াজ সরকার নিপুর নেতৃত্বে প্রায় এক হাজার নেতাকর্মী মিছিল করে টাউন হল ময়দানের সম্মেলনে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন মাহাবুবুল আলম চপল, জসিম আহমেদ, কিশোর দেবনাথ, মো: আলম, জিয়াউল হক তিতাস, সফিকুর রহমান, মামুন, রঞ্জু, উল্লাস, রনি, ফারুক আহমেদ, আসাদুজ্জামান নূর (তারেক), মোঃজাবেদ, আবাদ মিয়া, মোঃ তপন মিয়া (মালু)সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।