জুলাই মাসের গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লা’য় শিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ

বাংলা নিউজ ডেস্কঃ জুলাই বিপ্লবে গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে কুমিল্লা মহানগরীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ঢাবি’র মেধাবী ছাত্র নেতা সিবগাতুল্লাহ।

জুলাই বিপ্লবে গণহত্যার বিচারের দাবিতে বিশেষ বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা মহানগরীর সভাপতি নোমান হোসেন নয়ন।কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী। উপস্থিত ছিলেন-বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা মহানগরীর সেক্রেটারি হাছান আহমেদসহ অন্যান্যরা। গণহত্যার বিচারের দাবিতে ঢাবি’র মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে জুলাই বিপ্লবে গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করার দাবি তুলে ধরেন।তিনি আওয়ামী কুলাঙ্গার সন্তানদের হুশিয়ারী করে বলেন, ছাত্র জনতার রক্ত এখনো শুকায়নি।বাংলার মাঠিতে কোন প্রকার ষড়যন্ত্র ছাড় দেওয়া হবে না।ছাত্র-জনতাদের নিয়ে ইসলামী ছাত্র শিবির দেশের কল্যাণের জন্য যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।

ছাত্রজনতা শহীদদের রক্ত ঝরা মাটিতে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সফল হতে দেবে না ছাত্র শিবির। দেশের বাহিরে বসে বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে আওয়ামীলীগ, খুনি হাসিনার ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ দেশের ছাত্র জনতা প্রস্তুত রয়েছে।

Leave a Reply