বাংলা নিউজ ডেস্কঃ ট্রাকশ্রমিক খোকন হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন একরামুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সাবজেল হোসেন রিমান্ড শেষে কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দুই দিনের রিমান্ড শেষে বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে সুধারাম থানা থেকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে। আদালতে রিমান্ড আবেদন বা অন্য কোনও শুনানি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে কড়া নিরাপত্তায় জেলা কারাগারে পৌঁছে দেওয়া হয়।’
এদিকে, আদালত প্রাঙ্গণে একরামুল করিম চৌধুরীকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় আদালতের বাইরে থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একরামুলের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে যখন আদালত এলাকা মুখরিত তখনই একরামকে পুলিশ প্রিজনভ্যান থেকে নামায়। এ সময় একরামুল করিম চৌধুরী স্লোগানের সঙ্গে সঙ্গে নিজেই তিনবার হাততালি দেন।
উল্লেখ্য, নোয়াখালীতে ২০১৩ সালে ট্রাকশ্রমিক খোকন নিহতের ঘটনায় চলতি বছরের ৮ সেপ্টেম্বর একরামুল করিম চৌধুরীকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। খোকনের বাবা মজিবুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় এ মামলা করেন।